E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে ফের সাউন্ড গ্রেনেড উদ্ধার

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৮:৪৮:৫২
বরিশালে ফের সাউন্ড গ্রেনেড উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার অফিসের ভিতরে পরিত্যক্ত অবস্থায় বুধবার বেলা বারোটার দিকে আবারও একটি অব্যবহৃত হ্যান্ড সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

এর দুইদিন আগে ওই একইস্থান থেকে একটি হ্যান্ড সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছিলো। দ্বিতীয় বারের মতো হ্যান্ড সাউন্ড গ্রেনেড পাওয়ায় পুরো নগরীজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পরেছে। মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিছন্নতাকর্মী জনি হেলা জানান, সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিস্কার করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পান। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর তারা ৯৯৯ এ খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করেছেন। তিনি আরও জানান, এর আগে গত সোমবার একইভাবে আরও একটি হ্যান্ড সাউন্ড গ্রেনেড দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, গত ৪ আগস্ট ফরেস্টার বাড়ির পোল এলাকায় ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওইসময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল কলোনীর ভিতরে ঢুকে পরে। সেখান থেকে রাস্তায় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশও জবাবে টিয়ারগ্যাস ছোড়ে। হয়তো সেই সংঘর্ষের সময় হ্যান্ড সাউন্ড গ্রেনেড ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে থেকে গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান বলেন, সেনাবাহিনীর গ্রেনেড ডিসপজাল টিম এসে হ্যান্ড সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করেছে। এর আগেও একটি হ্যান্ড সাউন্ড গ্রেনেড উদ্ধার করে নিস্কিয় করা হয়েছে। ওই এলাকায় আরও কিছু পাওয়া যায় কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test