E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পরিবার পরিকল্পনা কর্মীকে হাতুরি পেটা, পৃথক হামলায় আহত ১৩

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৮:৫৭:০২
পরিবার পরিকল্পনা কর্মীকে হাতুরি পেটা, পৃথক হামলায় আহত ১৩

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে পৃথক হামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ মোট ১২ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শামীম হাওলাদার অভিযোগ করে বলেন, আমি আওয়ামী লীগের সমর্থক এই অপরাধে বুধবার দুপুরে ১০/১৫টি মোটরসাইকেলযোগে স্থানীয় বিএনপির নেতা-কর্মীর আমার বাড়িতে এসে আমাকে হাতুরি পেটা করতে করতে রাস্তায় নিয়ে যায়। এসময় আমাকে রক্ষায় পরিবারের সদস্যরা এগিয়ে আসলে আমার মা হনুফা বেগম, বাবা সাইদুল হাওলাদার, স্ত্রী রোকসানা বেগম, ভাবি ফাতেমা বেগম ও বোন সীমা বেগমের ওপর হামলা চালিয়ে আমার বোন ও স্ত্রীর গলার স্বর্নের চেইন ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি হই।

উপজেলার সরিকল গ্রামের বাসিন্দা সুমন পাল অভিযোগ করে বলেন, একই এলাকার রুবেল মৃধার সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরধরে মঙ্গলবার রাতে ৩০/৪০ জন লোক নিয়ে আমার বসতঘর ও দোকানে হামলা চালিয়ে লুটপাট চালায় রুবেল ও তার সহযোগিরা। এসময় আমাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করা হয়। আমাকে রক্ষায় পরিবারের সদস্যরা এগিয়ে আসলে স্ত্রী রুম্পা পাল, মা সরলা পাল, ভাই অরুন পাল ও ভাতিজী ঝর্নাকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা পরিবার নিয়ে আমাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বলে অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে জানতে অভিযুক্ত রুবেলের সাথে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া যায়নি।

একইদিন সরিকল বন্দরের ব্যবসায়ী লাবলু কাজীকে পিটিয়ে আহত করে দূর্বৃত্তরা। অপরদিকে মুক্তিযোদ্ধা পিতাকে মারধরের প্রতিবাদ করায় মেয়ে ময়না বেগমকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বার্থী এলাকায় এ ঘটনা ঘটেছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, পৃথক হামলার ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test