E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সেনা সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৯:১২:০৩
সেনা সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে নিজ ঘরের বিছানা থেকে হাত-পা বাঁধা অর্ধনগ্ন অবস্থায় শাহিনা বেগম (৩৮) নামে এক সেনা সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গৃহবধূ শাহিনা বেগমকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ উপজেলার মলিকাডাঙ্গা এলাকার গেন্ধা শেখের মেয়ে এবং একই এলাকার সেনা সদস্য আব্দুস সালামের স্ত্রী।

জানা গেছে, নিহত গৃহবধূর স্বামী সেনা সদস্য আব্দুস ছালাম চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। তার দুই সন্তান বাইরে থেকে পড়ালেখা করায় শাহিনা বেগম বাড়িতে একাই থাকতেন। তাঁর ডায়াবেটিস রোগ থাকায় প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করতেন। বুধবার সকালে স্থানীয়রা শাহিনাকে বেগমকে বের হতে না দেখে খোঁজ নেওয়ার জন্য সকাল ৯টার দিকে বাসায় গিয়ে মেইন গেট বন্ধ দেখতে পায়। পরে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে এলাকার লোকজন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা খোলা অবস্থায় শাহিনার বেগমের হাত-পা বাঁধা অর্ধনগ্ন নিথর মরদেহ বিছানায় দেখতে পায়। এ সময় ঘরের মালামালও এলোমেলো অবস্থায় দেখা যায়। খবরটি মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে সেনা-পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল যায়।

ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে গৃহবধূ শাহিনা বেগমকে ধর্ষণের পর হত্যা করে মালামাল লুটপাট করে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test