E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে রেল স্টেশনে যাত্রী বিরতির দাবিতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন অবরোধ

২০২৪ সেপ্টেম্বর ১৩ ১৯:২৬:২৩
রাজারহাটে রেল স্টেশনে যাত্রী বিরতির দাবিতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন অবরোধ

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাট রেল ষ্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রা বিরতির জন্য শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে রাখে রাজারহাট সম্বলিত ছাত্র-জনতা।

এসময় ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতীর দাবী নিয়ে বক্তব্য রাখেন খন্দকার আরিফ, আল মিজান মাহিন, আরিফুল ইসলাম, শামছুজ্জামান সরকার সুজা, মীর মোশারফ হোসেন, আহসান হাবীব লাল, মোশারফ হোসেন লেলিন, হামিদুল ইসলাম, রাশেদুল ইসলাম ও খ ম আরিফুল ইসলাম সুজন। দীর্ঘসময় অতিবাহিত হওয়ায় ঢাকাগামী ট্রেনটি অবরোধের পর ট্রেনযাত্রীরা চরম দূর্ভোগে পড়েন। খবর পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ট্রেনটি ছেড়ে দেয়ার অনুরোধ করেন আন্দোলনকারীদের দাবি রেল কর্তৃপক্ষ মেনে না নেয়ায় কুড়িগ্রাম-তিস্তা রেললাইনের উপর বসে পড়েন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

পরে কুড়িগ্রাম থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসুদ বিল্লাহ্র নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক নুসরাত সুলতানা মুঠোফোনে ট্রেন বিরতীর আশ্বাস দিলে আন্দোলনকারীরা প্রায় ১ঘন্টা ৩৫মিনিট পর সকাল ১০টায় ২০মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় সেনাবাহিনীর টিম ও রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসুদ বিল্লাহ্ জানান, আন্দোলনকারীরা ট্রেন অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে কুড়িগ্রাম ডিসি স্যারের আশ্বাসে আন্দোলনকারীরা তাদের অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে রাজারহাট স্টেশন মাস্টার মাঈদুল ইসলাম বলেন, ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস এ স্টেশনে বিরতীর জন্য দীর্ঘদিনের দাবী এ এলাকার মানুষের। সে কারণে আজ শুক্রবার তারা ট্রেনটি অবরোধ করে রেখেছিল।

(পিএমএস/এএস/সেপ্টেম্বর ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test