E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নার্সিং পেশায় কর্মরতদের নিয়ে কটুক্তি, প্রতিবাদে মানববন্ধন

২০২৪ সেপ্টেম্বর ১৪ ১৫:৩৭:৪৩
নার্সিং পেশায় কর্মরতদের নিয়ে কটুক্তি, প্রতিবাদে মানববন্ধন
রাজন্য রুহানি, জামালপুর : নার্সিং পেশাসহ নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তিকারীদের অপসারণের দাবিতে জামালপুরের সরিষাবাড়িতে মানববন্ধন করেছে নার্সিং সংস্কার পরিষদ। একই সঙ্গে মানববন্ধন থেকে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিও জানানো হয়েছে। 
 
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তি করা মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ চাই। উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিও জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার নিলুফা বেগম, সুফিয়া খাতুন, সিনিয়র স্টাফ নার্স সোহানা খাতুন, শায়লা জাহান, মাডওয়াইফ ফেন্সী, মিথিলা প্রমুখ।
(আরআর/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test