E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে বাস্তহারা মানুষের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

২০২৪ সেপ্টেম্বর ১৫ ১৫:৩০:১০
ময়মনসিংহে বাস্তহারা মানুষের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রীজমোড়ে সরকারি ভূমিতে বসবাসকারী তিন শতাধিক ছিন্নমূল হতদরিদ্র পরিবার ও ক্ষুদে ব্যবসায়ীরা তাদেরকে উচ্ছেদ না করে সরকারি ভূমি তাদের নামে লীজ প্রদান অথবা মাসিক ভাড়ার ব্যবস্থা করে মানবিক কারণে বসবাস করার সুযোগ করে দেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি ১৫ জুলাই রবিবার দুপুরে প্রদান করেছেন।ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে শেখ মোঃ আফজালুর রহমান, মোঃ জামাল ইসলাম, হিরণ সরকার,মোঃ নূরুল আমিন, মোঃ মোখলেছুর রহমান, শিল্পী আক্তার, রোজিনা আক্তার,দুলাল চন্দ্র ঘোষ,কবির আহমেদসহ বিভিন্ন বয়সের ৪ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য ইতোপূর্বে ২ শতাধিক লোকের স্বাক্ষর সন্মিলিত একটি আবেদন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর দায়ের করেছেন।

মানববন্ধন কর্মসূচি পালনকালে তারা সরকারের কাছে আকুল আবেদন করে বলেন তাদেরকে উচ্ছেদ করা হলে মৃত্যু ছাড়া আর কোন উপায় নেই।

(এনআরকে/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test