E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ড. ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছে এটি কোন দলীয় সরকার নয়’

২০২৪ সেপ্টেম্বর ১৫ ২০:২৩:১১
‘ড. ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছে এটি কোন দলীয় সরকার নয়’

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সব ছাত্র-জনতা নিহত ও আহত হয়েছেন, তাদেরকে ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করা হবে। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছে এটি কোন দলীয় সরকার নয়। এটি একটি বিশেষ পরিস্থিতিতে তৈরি ছাত্র-জনতার একটি সরকার। এই সরকার দেশের বিভিন্ন পর্যায়ের বৈষম্য সংস্কারের কাজ শুরু করেছে। তাদেরকে কিছু সময় দিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এই সরকার রাষ্ট্র সংস্কারের কাজ শেষ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রবিবার বিকেলে দিনাজপুর পলিটেকনিক ইউষ্টিটিউট চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুরের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম, আবু সাঈদ সিয়ম, রকিব মাসুদ এস আই শাহিন, মমতাহিনা মাহজাবিনসহ অন্যান্য সমন্বয়কবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভার এক পর্যায়ে বক্তব্য রাখাকে কেন্দ্র করে কিছুটা বিশৃংখলার সৃষ্টি হলেও নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে বেলা সাড়ে ১২টায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) অডিটোরিয়াম ১-এ হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

(এসএএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test