E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

২০২৪ সেপ্টেম্বর ১৬ ১৫:১২:০৯
ফরিদপুরে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে নানা অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার শহরের গোয়ালচামট পিটিআই ‌গেট থেকে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) নামে একটি বিশাল শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ‌প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উৎযাপন কমিটি ফরিদপুর জেলা শাখার আয়োজনে ও ফরিদপুরের স্থানীয় তুলা গ্রাম দরবার শরীফের পীর কুরবান আল চিশতি আল নিজামীর সভাপতিত্বে এবং ফরিদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মাসুদের সঞ্চালনায়- এতে বক্তব্য রাখেন, রনি আল চিশতি, আবুল সরকার, সামাদ আল চিশতী আল নিজামী প্রমুখ।

সভায় বক্তারা, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা.) জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাঁর জীবনের মানবিক দিকগুলো তুলে ধরে তাঁর জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন বক্তারা।

এছাড়া ফরিদপুরের বিভিন্ন স্কুলে কলেজ ও ধর্মীয় বেশকিছু সংগঠন ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছেন।

উল্লেখ্য, মহাবিস্ফোরণের মধ্যদিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। আবার এক প্রলয়ংকরী ঘটনার মধ্যদিয়ে এ পৃথিবী ধ্বংসও করবেন। এ দুটি ঘটনার চেয়েও বড় ঘটনা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মাদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ ধরায় আগমন।

নবীজির জন্মে পুরো পৃথিবী আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। সকল নবী-রসুলের সর্দার, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এ পৃথিবীতে আগমন করেন রবিউল আউয়াল মাসে। এ মাসেই নবীজির জন্ম ও মৃত্যু হয়েছে। তাই তো ইসলাম ও মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্ববহ মাস রবিউল আউয়াল।

তিনি ছিলেন আল্লাহ তাআলার সৃষ্টির সেরা। তাঁর আগমনের অপেক্ষায় ছিল আসমান ও জমিনের প্রতিটি জীব ও প্রতিটি প্রাণী। যুগের পর যুগ ধর্মীয় পণ্ডিতরা তার আগমনের সুসংবাদ দিতেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর দেখা পাওয়ার অপেক্ষায় থাকতেন। তাঁর সে আগমন কোনো সাধারণ ঘটনা ছিল না।

তাঁর নবুয়তের পর যেমন বিশ্বব্যাপী সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল, তেমনি তাঁর জন্মের সময়েও পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটেছিল অলৌকিক কিছু ঘটনা। বিশ্বের সকল মানুষের মানবতা, শান্তি ও হেদায়েতের বার্তা নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। তাঁর জীবন আদর্শ শুধু মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ ছিলোনা, তাঁর মানবিক জীবনাদর্শ আকৃষ্ট করেছে সারা বিশ্বের মানুষকেও। সারা বিশ্বে ছড়িয়েছেন তিনি শান্তি ও মানবতার বার্তা।

(আরআর/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test