E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় ৭৯ আ.লীগ নেতাকর্মির নামে শ্রমিকদল নেতার মামলা

২০২৪ সেপ্টেম্বর ১৯ ১৮:৪৪:৫৩
টুঙ্গিপাড়ায় ৭৯ আ.লীগ নেতাকর্মির নামে শ্রমিকদল নেতার মামলা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতি এস এম জিলানির বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্টের অবরাধে টুঙ্গিপাড়ার ৭৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। 

গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এস,এম জিলানির ভাতিজা জুলকার শেখ বাদী হয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এই মামলাটি দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতা কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৪০/৫০ জনকে।

দণ্ড বিধির ১৪৩,৪৪৭,৪৪৮,৩২৩,৩২৫,৩০৭,৪২৭,১১৪ ও ৫০৬ ধারায় দায়েরকৃত মামলার বিবরণে জানা গেছে, গত (১৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস,এম জিলানী কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে তার গ্রামের বাড়িতে এসে অতিথিদের নিয়ে খাবারের কথা ছিল । তাদের জন্য দেড়লক্ষ টাকা খরচ করে খাবারের ব্যবস্থা করা হয়। ওই দিন রাত ৮ টায় ১ নম্বর আসামি মোঃ নাজমুল শেখের নেতৃত্বে আসামীগণ ইট পাটকেল ও লাঠিসোটা নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে এবং খাবার নষ্ট করে দেয়।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, আসামীরা পলাতক রয়েছে। তাই এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test