E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

২০২৪ সেপ্টেম্বর ১৯ ২০:৩৯:৩৪
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

ওই পুলিশ সদস্যের নাম মো. শরিফুল ইসলাম (৪৫)। তিনি ডিএমপি'র রাজার বাগ পুলিশ লাইন উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন (বি পি ৭৯৯৯০৪৩৭৭৯)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ খাইরুল আনাম দৈনিক বাংলা ৭১কে এসআই শরিফুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার আনুমানিক বিকেল চারটায় ভাঙ্গা থানাধীন বামন কান্দা রেলওয়ে জংশন এর সামনে ঢাকা- খুলনা মহাসড়কের উপর মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

এসআই (সশস্ত্র) মো. শরিফুল ইসলামের পিতার নাম মৃত নজরুল বিশ্বাস, গ্রাম- সাতাসিয়া ডুমরকান্দি, থানা- কাশিয়ানী, জেলা: গোপালগঞ্জ বলে জানা গেছে। তিনি একটি এফজেট মোটরসাইকেল (যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ল-১৭-৫০৪৫) যোগে উপরোক্ত রেল ক্রসিং অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে জোরে ধাক্কা খেয়ে গুরুতর যখম হন। পরে পথচারী ও সেনাবাহিনীর সদস্যরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এসআই শরিফুলকে মৃত ঘোষণা করেন।

(আরআর/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test