E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে সিএনজি ধর্মঘটে দুর্ভোগ চরমে

২০২৪ সেপ্টেম্বর ২২ ১৫:৩৮:১০
কাপ্তাইয়ে সিএনজি ধর্মঘটে দুর্ভোগ চরমে

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই- লিচুবাগান এবং কাপ্তাই-আসামবস্তী সড়কে অনির্দিষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিকশা চলাচল রবিবার (২২ সেপ্টেম্বর)  সকাল ৬ টা হতে  বন্ধ রয়েছে। ফলে উভয় সড়কে সিএনজি করে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এসময় অফিসগামী কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ জনগণকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

সন্ত্রাসী কর্তৃক কাপ্তাই সিএনজি সমিতির সদস্য মো: মামুন এবং মো: ফারুককে আসামবস্তী সড়কে গুরুতর আহত করার প্রতিবাদে রাঙামাটি জেলা সিএনজি চালক সমিতির নির্দেশনা মোতাবেক এই ধর্মঘট পালিত হচ্ছে বলে জানান কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম।

এদিকে রবিবার সকাল ৯ টায় কাপ্তাই রেশম বাগান পুলিশ চেকপোস্টে গিয়ে দেখা যায়, কেপিএম সিএনজি চালক সমিতির সদস্যরা সেখানে অবস্থান নিয়ে সিএনজি চলাচলে বাঁধা প্রদান করছেন।

অপরদিকে রবিবার সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি মূল সড়কে এসে দেখা যায়, এখানেও সিএনজি চালকরা রাস্তায় অবস্থান নিয়ে কোন সিএনজিকে চলতে দিচ্ছেন না। এসময় বড়ইছড়ি সিএনজি চালক সমিতির সভাপতি আমির হোসেন এবং সিএনজি চালক বাবলু মল্লিক জানান, আসামবস্তী সড়ক সহ রাঙ্গামাটিতে আমাদের সদস্যদের সন্ত্রাসিরা পিটিয়ে গুরুতর জখম করেছেন। আমরা এর বিচার না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবো। আমরা এর বিচার চাই।

এদিকে যাত্রী মো: ইমরান, সেকান্দর, উসাইনু মারমা জানান, কোন রকম ঘোষণা ছাড়া সিএনজি চালকরা ধর্মঘট ডাকায় আমাদের দূর্ভোগ চরমে উঠেছে।

সর্বশেষ দুপুর সাড়ে ১ টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিএনজি ধর্মঘট চলছে।

(আরএম/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test