E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের যোগদান সভা অনুষ্ঠিত 

২০২৪ সেপ্টেম্বর ২২ ১৭:১৮:২৪
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের যোগদান সভা অনুষ্ঠিত 

মিরান মাতুব্বর, ভাঙ্গা : ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) ফরিদপুরের ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ফরিদপুর প্রধান কার্যালয়ে আয়োজিত যোগদান সভাটি বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত যোগদান সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা কমিটির সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের সহ বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মুফতি রাকিব হাসান ওসমান, ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাহবুবুর রহমান ও মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার সহকারি পরিচালক হাফেজ বেলাল মাদানী।

এ সময় ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সদ্য যোগদানকারী মাওলানা মিজানুর রহমান মোল্লাকে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর শাখার সহ-সভাপতি ও মাওলানা মিজানুর রহমান ফরিদীকে জেলা দাওয়াহ বিষয়ক সম্পাদক পদে অধিষ্ঠিত করা হয়। সদ্য খেলাফ মজলিসে যোগদানকারী নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে থেকে দ্বীন কায়েমের কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর শাখার সদ্য যোগদান কারীরা হলেন, সদরপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা মিজানুর রহমান মোল্লা ও সালথার বিশিষ্ট আলেমেদ্বীন, খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান ফরিদী।

এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন সদ্য যোগদান কৃতদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আমজাদ হোসেন বলেন, আমার বিশ্বাস সদ্য যোগদানকারী মাওলানা মিজানুর রহমান মোল্লা ও মাওলানা মিজানুর রহমান ফরিদীর যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মকাণ্ড আরো বেগবান হবে এবং এই কাজের মাধ্যমে ফরিদপুর তথা পুরো বাংলাদেশ উপকৃত হবে বলে আমি মনে করছি।

তিনি আরো বলেন, উনারা এমন একটি সময় যোগদান করলেন যখন, পুরো বাংলাদেশে এদের মত নীতিবান লোকের প্রয়োজন। বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে, আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে উনারা বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি এবং সেই সাথে আমার অন্তরের অন্তর স্থল থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ফরিদপুর, ভাঙ্গা, সদরপুর, নগরকান্দা এই অঞ্চলের মানুষের কল্যাণে তারা কাজ করে যাবে বলে আমি মনে-প্রাণে বিশ্বাস করি।

(এমএম/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১২ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test