E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০২৪ সেপ্টেম্বর ২৪ ১৬:৫১:৫০
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাহমুদ ফজল, মাগুরা : মাগুরা সদরের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম সানি বিশ্বাস (২১)। তিনি মাগুরা সদরের আলমখালির পিকুল বিশ্বাসের ছেলে। গুরুতর আহত দুজন হলো— মুহিন ইসলাম (১৫) ও মো. বোরহান (২০)। তারা তিনজনই একটি মোটরসাইকেলে করে মাগুরা শহরের দিকে যাচ্ছিল। তাদের বাড়ি একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে মাগুরা আবালপুর গ্রামের অদূরে মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় একটি মোটরসাইকেলে তিনজন আরোহীসহ মাগুরা শহরের দিকে যাচ্ছিল। এ সময় পাশাপাশি যাওয়া একটি ইজিবাইককে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তৎক্ষনাৎ মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কের উপর ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় মৃত অবস্থায় সানি বিশ্বাসকে উদ্ধার করে এবং অপর দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় এক্সপেক্ট সদর হাসপাতালে নিয়ে যায়।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল আহসান বলেন, তিনজন যুবক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে একজন মৃত অবস্থায় ছিল। অপর দুজনের অবস্থা আশংকাজনক হওযায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

(এমএফ/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test