E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ 

২০২৪ সেপ্টেম্বর ২৮ ১৭:৪৯:১৩
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ বংশ ও মোল্যা বংশ দুইপক্ষ দাওয়াত দিয়ে সংঘর্ষে জড়ানোর সময় একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ শনিবার সকালে উপজেলার খাশিয়াল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান উত্তরাধিকার ৭১ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের রমজান শেখের ছেলে আসিফ শেখ (২০), আব্দুস সবুর বিশ্বাসের ছেলে ইয়াত আলী বিশ্বাস (৩০), আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ (৩৪) এবং মৃত রউফ জোমাদ্দারের ছেলে বাদশা জোমাদ্দার (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারের বিস্তারের জেরে শেখ ও মোল্যা দুই বংশের বিরোধ চরে আসছিল। শেখ বংশের নেতৃত্ব দেন চুন্নু শেখ আর মোল্যা বংশের নেতৃত্বে তবি রয়েছেন মোল্যা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শেখ বংশের মিলন শেখ খাশিয়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

আরও জানা যায়, মিলন শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে মোল্যা বংশের লোকজনের বিরুদ্ধে। রাতে দুই বংশীয় গ্রুপ দাওয়াত দিয়ে সকালে সংঘর্ষে জড়ানোর সময় নির্ধারণ করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযান চালিয়ে একটি স্কোপ গান সহ বিপুল পরিমান রামদা, ছুরি, কুড়াল, দা, ঢাল, বল্লম, চাইনিজ কুড়াল, চাপাতি জব্দ করে ৪ জনকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে জব্দ করা অস্ত্রশস্ত্র সহ তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test