E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ৮ মন্দিরে দুর্গা পূজা

শেষ মূহুর্তের তুলির আঁচড়ে ব্যস্ত মৃৎশিল্পীরা 

২০২৪ সেপ্টেম্বর ৩০ ১৯:৪৯:৫৬
শেষ মূহুর্তের তুলির আঁচড়ে ব্যস্ত মৃৎশিল্পীরা 

রিপন মারমা, রাঙ্গামাটি : আগামী দুই অক্টোবর মহালয়ার মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের দেবী পক্ষের সূচনা হবে এবং আগামী ৯ অক্টোবর মহাযষ্ঠীর মাধ্যমে দেবীকে আহ্বান করবেন ভক্তরা। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা নিরজনের মাধ্যমে ৫ দিনব্যাপী এই পূজা শেষ হবে।

আজ সোমবার রাঙামাটির কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। মন্দিরে সাজসজ্জার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন কমিটির সদস্যরা।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য জানান, এই বছর কাপ্তাইয়ে ৮ টি পুজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলো হলো, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির, চন্দ্রঘোনা মিশন এলাকা আদি নারায়ণ বৈদান্তিক বিদ্যালয়র ও সিদ্বিশ্বরি কালি মন্দির, শিলছড়ি সার্বজনীন দুর্গা মন্দির এবং ওয়াগ্গা শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম মন্দির এবং কাপ্তাই প্রজেক্ট ব্রিকফিল্ড দুর্গা মন্দির।

কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, আমরা এই বছর বিজয়া দশমীর দিন কর্ণফুলী নদীতে নৌ শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দেয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test