E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

২০২৪ অক্টোবর ০১ ১৮:৫৩:৫৮
বাগেরহাটে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে এক দফা দাবি আদায়ে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।

আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে নার্সরা এই কর্মবিরতি পালন করেন।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার জানান, দীর্ঘদিন ধরে তাদের নার্সরা যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। নার্সিং অধিদপ্তরে মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং পরিচালক পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন ক্যাডরের আমলারা বসে থাকায় সেখানে তাদের পদায়ন হচ্ছেনা। তাই আমাদের এক দফা দাবি, আমলাদের অপসারণ করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের সেসব পদে পদায়ন করতে হবে। আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসলেও এখনো দাবি মেনে নেয়া হয়নি। দাবি না মানা পর্যন্ত তিন ঘন্টা সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি। বুধবার থেকে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায়ে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

এদিকে, হাসপাতালগুলো জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ কর্মবিরতির বাইরে থাকলেও নার্সদের কর্মবিরতিতে সাধারন রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে রোগীরা জানিয়েছে।

(এস/এসপি/অক্টোবর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test