E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে ফরিদপুর মহিলা পরিষদের মানববন্ধন

২০২৪ অক্টোবর ০১ ১৯:৩৬:৫৯
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে ফরিদপুর মহিলা পরিষদের মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর মহিলা পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে একটি মানববন্ধন ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায় এর সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, সহ-সভাপতি হাসিনা মোশাররফ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, আইন বিষয়ক সম্পাদক রুবিয়া মিল্লাত, সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার, লিগেল এইড সম্পাদক রুবিয়া মিল্লাত, সদস্য বিলকিস বানু, রুমা সাহা এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ‌ রফিকুজ্জামান লায়েক।

সভায় বক্তারা, ফরিদপুরসহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। তাছাড়া শারদীয় দুর্গাপূজা যাতে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে এজন্য দেশের প্রতিটি নাগরিকের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া, বৈষম্যহীন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে কেউ যেনো সাম্প্রদায়িক বিষবাষ্প না ছড়াতে পারে এই বিষয়ে দেশের সকল রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান মানববন্ধনে অংশ নেওয়া মহিলা পরিষদের নেতৃবৃন্দ।

(আরআর/এসপি/অক্টোবর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test