E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী উৎসব

২০১৪ নভেম্বর ২৮ ১৬:৪৪:০৬
বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী উৎসব

বগুড়া প্রতিনিধি : বগুড়া লেখক চক্রের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দু’দিনব্যাপী কবিতা উৎসব শুরু হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’ দিনের এই আয়োজনের মধ্যে রয়েছে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগীতা, আনন্দ শোভাযাত্রা, স্বরচিত কবিতা পাঠ, সেমিনার ও আলোচনা সভা।

আজ সকালে বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কবিতা উৎসবের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসসদ সদস্য আব্দুল মান্নান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কবি কথা শিল্পী ড. মোহীত উল আলম।
সকালে কবিতা উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসুচীতে দেশের বিশিষ্ট লেখকরা অংশ গ্রহণ করছেন। এবার লেখক চক্রের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জনকে বিশেষ সন্মননা দেয়া হচ্ছে।

(এএসবি/অ/নভেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test