E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে টিভি মেকারকে চাকু দিয়ে খুঁচিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

২০২৪ অক্টোবর ১০ ১৭:৫৩:১৬
ঈশ্বরদীতে টিভি মেকারকে চাকু দিয়ে খুঁচিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামে নয়ন (২৮) টিভি মেকারকে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) গভীর রাতে এই হত্যাকান্ড ঘটেছে বলে জানা গেছে। নিহত নয়ন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের নজরুল ইসলাম নামের এক কাঠ ব্যবসাযীর ছেলে। সে জয়নগর শিমুলতলা মোড়ে টিভি—ফ্যান মেরামতের কাজ করতেন।

নয়ন ইসলামের মামা জলু ও স্ত্রী মনিকা জানান, প্রতিদিনের মতো জয়নগর শিমুলতলা বাজারে নয়ন দোকানদারি করতেন। প্রতিদিন রাত আটটা থেকে দশটার মধ্যে নয়ন বাড়িতে ফিরতেন। বুধবার অনেক রাত একটা পর্যন্ত বাড়িতে আসে নাই। স্ত্রী মনিকা বেগম তার শশুরকে স্বামী নয়ন এখনো বাড়িতে না আসার কথা জানান। তখন শিমুলতলা বাজারের দোকানসহ আশেপাশে খোঁজাখুজি করেও নয়নের কোন খোঁজ পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনটি বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালের দিকে পাশের বাড়ির থেকে অনেকে বলাবলি করছিল, বড়ইচারা মধ্যপাড়া সাজাহানের লিছুর বাগানে একজনের লাশ পড়ে আছে। স্ত্রী মনিকা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখতে পায়, তারই স্বামী নয়নের লাশ পড়ে আছে। তার মুখমন্ডল ও গলায় চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারার দাগ এবং গলায় শ্বাসরোধ করার চিহ্ণ রয়েছে বলে জানান তিনি।

মনিকা বেগম কান্না জড়িত কন্ঠে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবি করে বলেন, দ্রুত হত্যার কারীদের গ্রেফতার ও বিচার করতে হবে।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম এই নৃশংস হত্যাকাণ্ডের মামলা প্রক্রিয়াধীন আছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনায় পাঠানো হয়েছে।

(এসকেকে/এসপি/অক্টোবর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test