E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে দয়াময়ী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করলেন কমিশনার হেলাল মাহমুদ শরীফ

২০২৪ অক্টোবর ১১ ১৭:৪০:২২
নড়াইলে দয়াময়ী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করলেন কমিশনার হেলাল মাহমুদ শরীফ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী দয়াময়ী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুর ১টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের লোহাগড়া শহরের কুন্দশী সমীর রায়ের বাড়িতে দয়াময়ী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। এ সময় বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন দয়াময়ী মন্দিরের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সমীর রায়।

এ সময় বিভাগীয় কমিশনারকে সমীর রায়ের পক্ষ থেকে ১ টা সরস্বতী ও একটা রাধা কৃষ্ণের বাঁধায়কৃত ওয়ালমেট উপহার স্বরূপ প্রদান করা হয়।

এর আগে বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ নড়াইল সদরের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন।

খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলমান পারস্পরিক সহবস্থানের থেকে মিলেমিশে যার যার ধর্ম পালন করে থাকে। চলমান দুর্গাপূজা নিরাপদে নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন জেলা প্রশাসক হিসেবে নড়াইল জেলায় প্রথম জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছি, এজন্য নড়াইলের প্রতি রয়েছে আমার আলাদা ভালবাসা।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন (শিক্ষা ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীসহ লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

বিভাগীয় কমিশনার পূজা মন্ডপ ও পূজা সংক্রান্ত বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।

(আরএম/এএস/অক্টোবর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test