E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় অটিস্টিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু

২০১৪ নভেম্বর ২৮ ১৯:৫১:১০
বগুড়ায় অটিস্টিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বগুড়া প্রতিনিধি : রাজশাহী বিভাগীয় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২ দিনের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে বগুড়ায়।

সুইড বাংলাদেশ বগুড়া শাখার আয়োজনে ও বগুড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বদ্যালয়ের সহযোগিতায় বগুড়া শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে শনিবার বগুড়া শহরের সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল ৫ টায় প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন সিআইপি, বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এবিএম মোস্তফা কামাল, জেলা কালচারাল অফিসার সাগর বসাক, সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব হেমায়েত উদ্দিন, এমআর ব্রাদার্স বগুড়ার চেয়ারম্যান মিজানুর রহমান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ বগুড়ার সভাপতি এবিএম জহুরুল হক বুলবুল। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন রায়হানা তাবাসসুম উত্তমা।আলোচনা শেষে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃকি অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

(এএসবি/অ/নভেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test