E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শহীদ মিনার ভাঙ্গার জের ধরে দু’গ্রুপের সংর্ঘষে আহত ১২ ,গ্রেফতার ১

২০১৪ নভেম্বর ২৮ ২০:০৭:৪০
শহীদ মিনার ভাঙ্গার জের ধরে দু’গ্রুপের সংর্ঘষে আহত ১২ ,গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি :শুক্রবার সকালে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রামে বিগতদিনে শহীদ মিনার ভাংঙ্গা এবং বর্তমানে ভ্যানগাড়ি রাখাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংর্ঘষে অন্তত ১২ জন আহত হয়েছে। এঘটনায় পুলিশ হামিদুর গ্রুপের জুয়েল নামে একজনকে গ্রেফতার করেছে।

সংর্ঘষে আহত আবু তাহের (৬০), আফতাব (৫৫), ছাইদুর (৪০), শাহীন (৩০), সিদ্দীক (২৫), নাহিদ (১৮), হামিদুর (৬০), শাহীনা (৪৫), রুবি (৪০), শিল্পী (২৫), খালেদা (৪২) শাহীদা (৪০ কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবু তাহের, ছাইদুর, শাহীন, নাহিদ ও হামিদুরের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে ২১শে ফেব্রুয়ারি দিন ওই গ্রামের বর্ষাইল কাইয়ুম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ভাংঙ্গাকে কেন্দ্র করে শাহীন ও হামিদুর গ্রুপের মধ্যে কলহের সৃষ্টি হয়। এই ঘটনায় স্থানীয়ভাবে জরিমানার মাধ্যমে আপোষ- মিমাংসাও করা হয়। কিন্তু উভয়গ্রুপে রাগ লেগেই ছিল। এর মাঝে একগ্রুপ অপর গ্রুপের বাড়ির সামনে ভ্যানগাড়ি রাখলে সেই পুরনো ক্ষোভ জেগে ওঠে। এরই জের ধরে শুক্রবার সকাল ৭টার দিকে ওই দু’গ্রুপের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানার অফিসা ইনর্চাজ জকিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় উভয় পক্ষই মামলা দায়ের করেছে। পুলিশ জুয়েল নামে একজনকে গ্রেফতার করেছে।



(বিএম/এসসি/নভেম্বর২৮,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test