E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চেক ডিজঅনার মামলায় ছেলেসহ জামায়াত নেতার ২ বছর কারাদণ্ড

২০১৪ নভেম্বর ২৮ ২০:১৫:১২
চেক ডিজঅনার মামলায় ছেলেসহ জামায়াত নেতার ২ বছর কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর বদলগাছীতে ব্যাংকের চেক ডিজঅনার মামলায় জামায়াত নেতা সোনার উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম মানিকের পৃথক দুটি মামলায় ২ বছর জেল ও ৩ লাখ ২৫হাজার টাকা জরিমানা করেছে নওগাঁ দ্বিতীয় সাব-জজ আদালত।

মঙ্গলবার জনাকীর্র্ণ আদালতে এ রায় প্রদান করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বিগত ২০১০ সালে উপজেলার জিধিরপুর গ্রামের আবু সাইদের ছোট বোন ও কার্ত্তিকাহার গ্রামের শিক্ষক হাসান মাহমুদের ফুফাত বোনকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকুরি দেয়ার প্রলোভনে দুই জনের কাছ থেকে আড়াই লাখ করে ৫ লাখ টাকা নেয় একই উপজেলার কোমারপুর গ্রামের উপজেলা জামায়াতের নেতা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোনার উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম মানিক। মানিক টাকা নিয়ে চাকুরি দিতে না পারায় ভুক্ত ভুগি সাইদ ও হাসান মাহমুদ তাদের দেয়া ৫ লাখ টাকা ফেরৎ চাইলে টাকা ফেরৎ প্রদান না করে বিভিন্ন ভাবে হয়রানি করে।

এক পর্যায় টাকার জন্য চাপ সৃষ্টি করলে প্রতারক মানিক তার নামীয় হিসাব নম্বরে রুপালী ব্যাংক লিঃ বদলগাছী শাখায় আবু সাইদ ও হাসান মাহমুদকে ১ লাখ ২৫ হাজার টাকা করে পৃথক দুটি চেক প্রদান করে।

ওই দুটি চেক নিয়ে গত ২৩/৩/২০১১ ইং তারিখে টাকা উত্তোলন করতে ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ চেক দুটি ডিজঅনার করে সার্টিফিকেট প্রদান করে। নিরুপায় হয়ে ভুক্তভুগী সাইদ ও হাসান মাহমুদ প্রতারক মানিককে উকিল নোটিশ প্রদান করেও টাকা না পাওয়ায় অবশেষে গত ২২/০৫/২০১১ ইং তারিখে নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আমলী আদলতে পৃথক দুটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে প্রতারক তরিকুল ইসলাম মানিক পালিয়ে আত্মগোপন করে। প্রায় ৪ বছর পর আদালত সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামী তরিকুল ইসলাম মানিকের অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করা হয়। আসামী তরিকুল ইসলাম মানিক পলাতক থকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

(বিএম/এসসি/নভেম্বর২৮,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test