E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ 

২০২৪ অক্টোবর ১৫ ১৮:১৯:০৪
মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় এবারও সেরা ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় ইংরেজি ভার্সনে অংশ নিয়ে ৪৬ জনই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ফলাফল প্রকাশের পর ৪৬ জন ক্যাডেট গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় ও সেরা ফলাফল অর্জন করায় ক্যাডেট কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে।

মির্জাপুর ক্যাডেট কলেজের অ্যাডজুট্যাণ্টসহ শিক্ষকরা জানান, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি অনন্য ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ক্যাডেট কলেজের পরিচালনা পরিষদ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও ক্যাডেটদের অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রতি বছর জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ইংরেজি ভার্সনে মির্জাপুর ক্যাডেট কলেজ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মেধা তালিকায় স্থান দখল করে আসছে। এ বছরও এইচএসসি পরীক্ষায় ফলাফল সন্তোষ জনক হয়েছে।

ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী জানান- ‘জ্ঞানই শিক্ত, বিদ্যাই বল’ স্লোগানে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। বিগত দিনেও সবার সার্বিক সহযোগিতায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

ভবিষ্যতে মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম যেন দেশে ও বিদেশে ছড়িয়ে পরে সেজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

(এসএম/এসপি/অক্টোবর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test