E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সতীহাট রাধা-গোবিন্দ মন্দিরে যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন শুরু

২০১৪ নভেম্বর ২৯ ১৪:২১:২৩
সতীহাট রাধা-গোবিন্দ মন্দিরে যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন শুরু

নওগাঁ প্রতিনিধি : শনিবার প্রভাত থেকে নওগাঁর মান্দা উপজেলার সতীহাট রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধা-গোবিন্দের লীলা কীর্তন শুরু হযেছে।

সতীহাট হরিবাসর কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। আগামী বুধবার কুঞ্জভঙ্গ, মধ্যাহ্নে মন্মহাপ্রভুর ভোগ নিবেদন, ভোজন আরতি কীর্তন, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে।

অনুষ্ঠানে মহানাম সুধা পরিবেশন করছেন, দিনাজপুরের মানবকল্যাণ সম্প্রদায়, বাগেরহাটের পাগলনাথ সম্প্রদায, সিরাজগঞ্জের আদিমুক্তি সম্প্রদায, বগুড়ার মা পার্বতী সম্প্রদায়, নওগাঁর আদি গোবিন্দ মন্দির সম্প্রদায় ও সতীহাট রাধা-গোবিন্দ সম্প্রদায়। আর লীলা কীর্তন পরিবেশন করছেন, নাটোরের শ্রী মিহির চন্দ্র ঘোষ, বগুড়ার শ্রী সমীর কৃষ্ণ দাস ও স্বপনা রানী এবং সাতক্ষীরার অঞ্জলী রানী।

(বিএম/এএস/নভেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test