E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মুক্তিযোদ্ধাদের মিলন মেলা

২০১৪ নভেম্বর ২৯ ১৬:০৯:৫৫
নওগাঁয় মুক্তিযোদ্ধাদের মিলন মেলা

নওগাঁ প্রতিনিধি : যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা ও অবিলম্বে রায় কার্যকরের দাবিকে সামনে রেখে শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। বেলা ১১টায় আত্রাই উপজেলার সাহেবগঞ্জ ফুটবল মাঠে এই মিলন মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হারুন-অল রশিদ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। এই মুক্তিযোদ্ধা মিলন মেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। এই মিলন মেলা অনুষ্ঠানে নওগাঁ, বগুড়া, রাজশাহী ও নাটোর জেলার অন্তত ৫ সহস্রাধিক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা ও এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মো. ওহিদুর রহমান। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন দীর্ঘদিন পর এই মিলন মেলায় উপস্থিত হয়ে সেই একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারনে মেতে ওঠেন। ফিরে যান তারা দীর্ঘ ৪৩ বছর পেছনে। বিনিময় করেন, একে অপরের কুশল। দীর্ঘদিন পর একে অপরকে দেখে অনেকেরই চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে এমন একটি ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করায় স্থানীয় এমপি ইসরাফিল আলমসহ সংশ্লিষ্টদের দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত এই বীর যোদ্ধাগণ।

(বিএম/এএস/নভেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test