E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল

২০২৪ অক্টোবর ২৭ ১৫:১৯:০৪
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল

গোপালগঞ্জ প্রতিনিধি : যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা যুবদল এই কর্মসূচীর আয়োজন করে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের পৌর পার্কের উম্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচীতে দলের ১৩জন নেতা-কর্মী রক্তদান করেন এবং সংগ্রহকৃত রক্ত রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটে দান করা হয় ।

এছাড়া ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ কে এম বাবরের নেতৃত্বে মেডিসিন বিভাগের ৪ চিকিৎসক অর্ধশত দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে ব্যবস্থাপত্র আনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় ।

এসময় যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পালাশ সহ জেলা যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(এমএস/এএস/অক্টোবর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test