E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'সকল অপশক্তিকে রুখে দিতে আ.লীগ সদা প্রস্তুত'

২০১৪ নভেম্বর ২৯ ১৬:৩৪:৫৯
'সকল অপশক্তিকে রুখে দিতে আ.লীগ সদা প্রস্তুত'

নওগাঁ প্রতিনিধি : আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ তার দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখে তৃনমুলের নেতাকর্মীদের সংগঠিত করার মাধ্যমে এই দলকে আরও শক্তিশালী ভীত রচনার কাজ করে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের অপশক্তি আজ নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছে। শেষও করছে এবং দ্রুত সকল রায় কার্যকর করবে। কোন শক্তিই এই বিচার আটকাতে পারবে না। দীর্ঘ ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের ফসল এই স্বাধীনতার বিরুদ্ধের সকল অপশক্তিকে রুখে দিতে আওয়ামীলীগ সদা প্রস্তুত। শনিবার দুপুরে নওগাঁর নওজোয়ান মাঠে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

লিটন বলেন, আমি বিশ্বাস করি আগামী ২০১৯ সালে নির্বাচন তো বটেই এর পরেও অনেক বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আওয়ামীলীগ দেশ ও জাতীর কল্যানে জনগণের ভাগ্য পরিবর্তনে নিরলস ভাবে কাজ করে যাবে। পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সুজিত রায় নন্দী, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু এমপি, আব্দুল মালেক এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু, সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কিউ এম ওয়াহেদুল ইসলাম খান বাদশা, সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সামসুল হক. শ্রম বিয়ষক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ বাদল, যুব বিষয়ক সম্পাদক ইলিযাস তুহীন রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী, সাধারন সম্পাদক মেহেদী হাসান নয়ন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শাহনাজ মালেক, মরহুম জননেতা আব্দুল জলিলের পুত্র নিজাম উদ্দীন জলিল জন প্রমুখ। সম্মেলনে দেওয়ান ছেকার আহমেদ শিষানকে সভাপতি ও আলহাজ্ব মোহাম্মদ আলীকে সাধারন সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট নওগাঁ পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।

(বিএম/পি/নভেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test