E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাশিয়ানীতে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

২০২৪ অক্টোবর ২৯ ১৮:৫০:৩৪
কাশিয়ানীতে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সেনা সদস্য ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক ইকবাল মুন্সী জানান, বসত ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দলের ৫/৬ জন সদস্য বসতঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের (রামদা) মুখে তাকে ও তার স্ত্রীকে রশি দিয়ে হাত বেঁধে ও কাপড় দিয়ে চোখ বেঁধে অন্য ঘরে আটকিয়ে রেখে ভয়ভীতি ও গায়ে আঘাত করে ডাকাত দলের সদস্যরা।

পরে তারা ঘরের সকল কক্ষ তছনছ করে ও ঘরে থাকা ৭/৮ ভরি স্বর্ণালংকার, সীমসহ ২টি বাটন মোবাইল সেট ও নগদ কিছু টাকা নিয়ে যায়।

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। দোষীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

(টিবি/এসপি/অক্টোবর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test