E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরে ৪৫ জন জীবন্ত মায়ের পুজা ও আরাধনা

২০২৪ অক্টোবর ৩১ ১৩:৩৩:০৭
কাপ্তাইয়ে ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরে ৪৫ জন জীবন্ত মায়ের পুজা ও আরাধনা




রিপন মারমা, রাঙ্গামাটি : জন্মদাত্রী মায়ের প্রতি কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধা, মমতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমেই চন্ডমুন্ডা দেবী মা কালিকে আরাধনা করার প্রত্যয় নিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী রাইখালী শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরে  জন্মদাত্রী জীবন্ত মায়ের পূজা করেছেন তাদের সন্তানেরা।

ব্যতিক্রমী এ পূজায় বিভিন্ন বয়সের ৪৫ জন সন্তান পরম শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের নিজ হাতে জন্মদাত্রী মায়ের পা ধুয়ে মুছে দেয়। এরপর ধুপ-দীপ জ্বালিয়ে ফুল ও প্রসাদ সাজিয়ে মন্ত্র পাঠের মাধ্যমে মায়ের পূজা করেন। পূজা শেষে নিজের হাতে মায়েদের মুখে প্রসাদ তুলে দেন সন্তানেরা। মায়েরা তাদের সন্তানদের মাথায় হাত দিয়ে পরান ভরে আশীর্বাদ করে সন্তানের মুখে প্রসাদ তুলে দেন।

দীপাবলী উৎসব ও শ্যামা পুজা উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টা হতে রাত ৮ টা পর্যন্ত এই পুজা ও আরাধনা করা হয়।

মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা: নারায়ন চন্দ্র দাশ এই আয়োজনের উদ্বোধন করেন।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাজু জানান, শৈশব থেকেই যদি সন্তানদের নীতি শিক্ষার মাধ্যমে মা-বাবার প্রতি শ্রদ্ধা-ভক্তির শিক্ষা দেয়া যায় তবে ভবিষ্যতে আর কোন পিতা-মাতাকে বৃদ্ধ বয়সে অবহেলার পাত্র হবে না। এই চিন্তাবোধ থেকে এই জীবন্ত মাতৃ পূজার আয়োজন করা হয়েছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু জানান, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নাই, কখনো সন্তানরা মায়ের ঋণ শোধ করতে পারবেন না। তাই কিছুটা হলেও মায়ের ঋণ শোধ করতে এবং মা - ছেলের মধ্যে ভালোবাসার সম্পর্ক অটুট রাখতে আজকে এই আয়োজন।

(আরএম/এএস/অক্টোবর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test