E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'অপশক্তির চক্রান্ত মোকাবেলা করতে হবে'

২০১৪ নভেম্বর ২৯ ২০:৪৭:২৭
'অপশক্তির চক্রান্ত মোকাবেলা করতে হবে'

বগুড়া প্রতিনিধি: আগামী ১০ ডিসেম্বর জেলা আ’লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে শনিবার বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকএর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক ডা: মকবুল হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, জেলা আ’লীগনেতা তোফাজ্জল হোসেন দুলু, ডা: বজলার রহমান। বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, আলীমুদ্দিন, শফিকুল ইসলাম, আজহারুল হান্নান রিপু, মাহবুবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ।

সংগঠন শক্তিশালী করে অপশক্তির চক্রান্ত মোকাবেলা করতে হবে। দেশবিরোধি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাঁড়াতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা নসাৎ করার অপচেষ্টা প্রতিহত করতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের রাজপথে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শীঘ্রই মধ্যম আয়ের দেশে পরিনত হবে বাংলাদেশ। উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। উন্নত দেশ গঠনের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।

সরকারের সফলতা ম্লান করে দিতে বিএনপি জোট মিথ্যাচার করছে। এদের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সংগঠন আরো শক্তিশালী করতে হবে।সভায় আগামী ১০ ডিসেম্বর জেলা আ’লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

(এএসবি/এসসি/নভেম্বর২৯,২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test