E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদকমুক্ত সমাজ গড়তে শাহী সুমনের ফুটবল টুর্নামেন্ট

২০১৪ নভেম্বর ২৯ ২১:২৩:২৯
মাদকমুক্ত সমাজ গড়তে শাহী সুমনের ফুটবল টুর্নামেন্ট

বগুড়া প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়তে সভা সমাবেশের পর এবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছেন সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন।

যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন তিনি। শুধু রাজনীতি নয়, সামাজিক দ্বায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নিয়েছেন সাবেক এ ছাত্রনেতা।

বগুড়ার সারিয়াকান্দিতে শীঘ্রই শুরু হচ্ছে আব্দুল মান্নান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

আগামী ১ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে সারিয়াকান্দিতে সাজসাজ রব। ১৬ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৮টি টিম এতে অংশ নেবে বলে জানিয়েছেন শাহী সুমন।

পৌর ওয়ার্ড কাউন্সিলররা তাদের টিমের সাফল্য পাওয়ার জন্য দফায় দফায় বৈঠক করছেন এলাকায়। ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে পাবলিক মাঠটি খেলার উপযোগী করে গড়ে তুলতে হাট ইজারাদার থেকে দখল মুক্ত করে সংস্কার কাজ চলছে খুব দ্রুত গতিতে।

মাঠের সৌন্দর্য বাড়াতে চারিদিকের দেয়াল চুনকাম করা হয়েছে। মাটি ভরাট সহ ময়লা আবর্জনা করা হচ্ছে অপসারণ করা হচ্ছে মাঠ থেকে। মাঠের মূল ফটক, চারিদিকের দেয়াল ও ঘরের চালে মাদক বিরোধী স্লোগান সহ বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে।

মাইকিং চলছে পুরো দমে, ফুটবল টুর্নামেন্ট সফল করতে সার্বিকভাবে সহযোগীতা করছেন স্থানীয় এমপি আব্দুল মান্নান।

এলাকার সমাজসেবক ও সংবাদকর্মী আব্দুল লতিফ জানান, দীর্ঘদিন যাবৎ মাঠটিতে হাটবাজার বসায় তরুণ ও যুব সমাজ ক্রীড়া চর্চা থেকে বঞ্চিত ছিল। অথচ ওই মাঠে একসময় প্রতিদিন নিয়মিত চলত ফুটবল চর্চা করতো তরুন যুবকরা। মাঠটি দিনে দিনে হাটুরেদের দখলে যাওয়ায় বন্ধ হয়ে যায় ফুটবল চর্চা। অনেক চেষ্টা করেও হাট ইজারাদের থেকে মুক্ত করা যায়নি মাঠটি। ক্রীড়াচর্চা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বঞ্চিত থাকায় তরুণ যুব সমাজ বিপদগামী হয়ে পড়েছিল। মাদকের ভয়াল থাবায় যখন অভিভাবকরা চিন্তিত, ঠিক তখন এগিয়ে আসলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন।

তিনি উদ্যোগে নিয়ে এলাকার গণ্যমান্যদের নিয়ে সভা করে মাদক নির্মূল কমিটি গঠন করেন। মাদক নির্মূল কমিটির উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ অব্যহত রয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে তরুন ও যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার ঘোষনা দেয়া হয় সমাবেশ থেকে। আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্ট।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের কর্মী প্রভাষক সাহাদত জামান জানান, উপজেলা সদরে ফুটবল খেলোয়াড়দের মাঝে এখন প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। ভোর বেলায় মাঠে শুরু হয় এখন ক্রীড়া চর্চা। মাঠটি উদ্ধার হওয়ায় এবং ক্রীড়া চর্চা শুরু হওয়ায় এলাকাবাসী বেশ খুশি।

এলাকাবাসী আশা করছেন ফুটবল টুর্নামেন্ট শেষ হলে মাঠটি যেন হাটুরেদের দখলে না যায়। এব্যাপারে মাদক নিমূলের উদ্যোক্তা আলমগীর শাহী সুমন জানান, তরুন ও যুব সমাজ খেলাধুলার জন্য পাবলিক মাঠটি যেন স্থায়ীভাবে ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। সংসদ সদস্য আব্দুল মান্নান তরুন যুবকদের ক্রীড়া চর্চায় আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান। মাদক মুক্ত সারিয়াকান্দির শুভ সুচনা হয়েছে বলে অভিজ্ঞ মহলের স্বস্থির নি:শ্বাস ফেলছে।

(এএসবি/এসসি/নভেম্বর২৯'২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test