E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস উদযাপিত

২০১৪ নভেম্বর ২৯ ২২:৩৪:৫৪
গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস উদযাপিত

বগুড়া প্রতিনিধি: নাটক মোদের অধিকার ,রুখবে নাটক সাধ্যকার এ শ্লোগানকে সামনে রেখে গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, আনন্দ র‌্যালী ও নাটক মঞ্চস্থ হয়েছে।

শনিবার বিকালে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটি উপলক্ষে প্রথমে আলোচনা সভা গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি আব্দুল্লাহেল কাফি তারার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, সহ সভাপতি মতিয়ার রহমান, বগুড়া নাট্যদলের সভাপতি মীর্জা আহসানুল হক দুলাল, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, কাহালু থিয়েটারের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বাঙময় আবৃত্তি চক্রের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, আমরা ক’জন শিল্পী গোষ্ঠির সভাপতি আব্দুস সালাদ পলাশ, বগুড়া বাউল গোষ্ঠির সভাপতি আবু সাইদ সিদ্দিকী, বগুড়া পাঠকপন্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব, গ্রুপ থিয়েটার কেন্দ্রীয় পরিষদ সদস্য ও করতোয়া নাট্য গোষ্ঠির সাধারণ সম্পাদক এম ববি খান, শুদ্ধস্বর সাধারণ সম্পাদক আব্দুল খালেক, থিয়েটার আইডিয়ার সভাপতি নিভা সরকার পূর্নিমা, নাট্যকর্মী কবির আহম্মেদ, আমরা ক’জন শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক আব্দুল মোবিন জিন্নাহ, গীতিচর্চা সঙ্গীতালয়ের পরিচালক তাপসী দে, সম্পাদক এইচ আলিম, গৌতম দাস, কলেজ থিয়েটারের অলক পাল, সুপিন বর্মনসহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীবৃন্দ। অনুষ্ঠানে গ্রুপ থিয়েটার ফেডারেশানভুক্ত সকল সংগঠন অংশগ্রহণ করে।

আলোচনা সভা শেষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলেজ থিয়েটার, সংশপ্তক থিয়েটার এর নাট্যকর্মীরা মঞ্চনাট পরিবেশন করেন।

উল্লেখ্য, ১৯৮২ সালের ২৯ নভেম্বর ঢাকায় মহিলা সমিতিতে নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সারাদেশের নাট্যকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এক প্রতিনিধি সভা ডাকা হয়। সে সভায় জন্মলাভ করে গ্র“প থিয়েটার ফেডারেশান। এরপর থেকে ২৯ নভেম্বর সারাদেশে একযোগে গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস পালন করা হয়ে থাকে।


(এএসবি/এসসি/নভেম্বর২৯'২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test