E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ

২০২৪ নভেম্বর ০৫ ১৮:৪০:০৮
জামালপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ

রাজন্য রুহানি, জামালপুর : অসময়ে বৃষ্টি, অতিবৃষ্টি, খরাসহ বহুমাত্রিক দুর্যোগ এবং পরিবেশের ভারসাম্যহীনতা থেকে দেশ ও জনজীবন রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুরে পরিবেশ জলবায়ু পরিবর্তন ও খাপ খাওয়ানোর কৌশল বিষয়ক ফোকাল ব্যক্তিদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিনব্যাপী উন্নয়ন সংঘের কেন্দুয়া কালিবাড়ি কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন।

প্রশিক্ষণটি উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে দুই ব্যচে ৪৪ জন ফোকাল ব্যক্তি অংশ নেন।

প্রশিক্ষণে জলবায়ু সম্পর্কে ধারণা, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব, খাপ খাওয়ানোর কৌশল, বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা, বৃক্ষনিধন প্রতিরোধ, বিভিন্ন পর্যায়ের দূষণরোধে করণীয়, সামাজিক সচেতনতা তৈরিতে ব্যক্তি পর্যায় ও প্রাতিষ্ঠানিকভাবে করণীয় নির্ধারণসহ পরিবেশ উন্নয়ন ও জলবায়ু বিষয়ক বিশ্লেষণমূখী আলোচনা করা হয়।

এ ধরণের সচেতনতামূলক প্রশিক্ষণ পরিচালনার জন্য এবং বিভিন্ন এলাকায় ফোকাল ব্যক্তি মনোনীত করায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন উন্নয়ন সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জামালপুর সদর, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার মনোনীত ফোকাল ব্যক্তিদের নিয়ে এ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সিডস কর্মসূচির সদর উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম জানান।

উল্লেখ, নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির আওতায় ২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

(আরআর/এসপি/নভেম্বর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test