E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২০২৪ নভেম্বর ০৬ ১৮:২৭:৩১
পলাশবাড়ীতে ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা হল রুমে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক ধর্ম নারায়ন দাসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক ধর্ম নারায়ন রায়।

এরপর কর্মসূচী উপস্থাপন করে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক আসমা উল হুসনা। উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ম. শহিদউল্লাহ ভুঞা, বাজার সমিতির সভাপতি, প্রোগামের উপকারভোগীবৃন্দ।

উক্ত সভায় সিলাটেক প্রোমিজ-ক্লায়েন্ট এবং ইডি-উদ্যোক্তাদের সঙ্গে বিভিন্ন ট্রেনিং গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।একজন উদ্যোক্তা কিভাবে তার ব্যবসা শুরু করবেন, পরিচালনা করবেন,কিভাবে অর্থ ব্যবস্থাপনা করবেন, কিভাবে শোভন কাজ নিশ্চিত করবেন এবং ব্যবসার ঝুঁকি নিরসনের উপায় সমূহ কি কি হতে পারে সেই সব বিষয় ব্র্যাক ট্রেনিং এর মাধ্যমে পলাশবাড়ী নতুন উদ্যোক্তাগণকে শেখানো হচ্ছে এ বিষয়ে অভিহিত করা হয়।

বক্তারা বলেন, ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে তাহলেই আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক শিশির রঞ্জন রায়, এসোসিয়েট অফিসার জয়দেব রায় চৌধুরী শান্ত, ফরিদুজ্জামান সোহাগ, প্রোগ্রাম অর্গানাইজার স্বপন মন্ডল।

(আরআই/এসপি/নভেম্বর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test