E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার

২০২৪ নভেম্বর ০৬ ১৮:৩৭:৩৮
কাপ্তাইয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দীন সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে মামলা দায়ের শেষে তাকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় দিকে পিডিবি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এম নুর উদ্দীন সুমন কাপ্তাই নতুন বাজার এলাকার মো.মোঃ আব্দুল মালেক এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই পিডিবি ফুলবাগান এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে এম নুর উদ্দীন সুমনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতা, ভাঙচুরের অভিযোগে কাপ্তাই থানায় মামলা রয়েছে। কাপ্তাই থানায় মামলা নং ০১, তারিখ- ০৬/১১/২০২৪ খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/ ৩২৫/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড এর আসামী- নুর উদ্দিন সুমন (৩৫) কে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার ফুলবাগানে একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

(আরএম/এসপি/নভেম্বর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test