E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ২ ব্যক্তি আটক

২০২৪ নভেম্বর ০৬ ১৯:০৪:৩২
সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ২ ব্যক্তি আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তল, গোলাবারুদ, ম্যাগাজিনসহ দুই ব্যক্তিকে আটক করে সদর থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার ও মঙ্গলবার  সাতক্ষীরার কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, কুচপুকুর এলাকার শাহাজাহান আলীর ছেলে মুকুল হোসেন ও নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম।

উদ্ধার হওয়া অস্ত্র হলো, একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি, ও ম্যাগজিন।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, লেফটেন্যান্ট সাকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের কুচপুকুর এলাকায় ৪ নভেম্বর ভোর রাতে অভিযান চালায়। অভিযানে আটক হন মুকুল হোসেন।

তাঁর স্বীকারোক্তিমতে মঙ্গলবার ভোররাতে গত ৫ আগস্ট সদর থানা থেকে লুট করা অস্ত্র ও গোলাবারুদসহ আরিফুল ইসলামকে আটক করা হয়।

এ সময় আরিফুলের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়।

সাতক্ষীারা সদর থানার ওসি মো: সাইফুল্লাহ জানান, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/নভেম্বর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test