E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

২০২৪ নভেম্বর ০৭ ১৭:৩৭:৩৬
ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বাঁশ বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এসময় নিহতের স্বামী আহত হয়েছে। ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। 

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্জয় মোড় সংলগ্ন দরশন সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি ফিরুজ মিয়া (৪০) ও নিহত নারী তার স্ত্রী রেহানা আক্তার লিমা (৩৫)। নিহতের শ্বশুর বাড়ি টাঙ্গাইল গোপালপুর থানা ঝাওয়াইল ইউনিয়ন ভেঙ্গুলা ঘোড়ামারা গ্রামে। নিহত রেহানা আক্তার একই থানার নগদা সিমলা ইউনিয়নের এনামুল হকের মেয়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চাকরির সুবাদে শহরের কমলপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার হাজী নুরুল ইসলামের বাড়িতে স্ত্রী রেহানা আক্তার ও ১১ বছরের কন্যা সন্তান আতিয়া ইসলামকে নিয়ে ভাড়া থাকেন ফিরুজ মিয়া। তিনি একমি ফার্মাসিউটিক্যাল এর ভৈরব শাখার এরিয়া ম্যানেজার। একমাত্র মেয়ে আতিয়া টাঙ্গাইলে দাদার বাড়িতে রয়েছে। মেয়েকে আনতে ৭ নভেম্বর নিজ বাড়ি টাঙ্গাইলে যেতে বউকে বাসে উঠিয়ে দিতে মোটরসাইকেলে করে দুর্জয় মোড় বাসস্ট্যান্ডে যায় ফিরোজ মিয়া। এসময় দরশন সিনেমা হলের সামনে বাঁশ বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে স্ত্রী রেহানা বেগম ট্রাকের পিছনের চাকার নিচে চলে যায়। এসময় স্বামী ফিরুজ মিয়া আহত হন। ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে নিহতের স্বামী ফিরোজ মিয়া বলেন, আমার মেয়েকে আনতে আমি বউকে নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। শ্যামল ছায়া বাসে করে ময়মনসিংহ হয়ে টাঙ্গাইল যাওয়ার কথা ছিল আমার স্ত্রীর। হঠাৎ পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে আমি ও আমার স্ত্রী পড়ে যায়। পরে দেখি সে ট্রাকের পেছনের চাকার নিচে চলে গেছে। আমি চালকের বিচার চাই। আমার মেয়ের কি হবে।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাজু মিঞা বলেন, ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহসহ ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এসএস/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test