E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভূয়া কাগজে বসতবাড়ীর জমি স্কুলের নামে রেজিষ্ট্রি

২০২৪ নভেম্বর ০৭ ১৯:০২:০০
ভূয়া কাগজে বসতবাড়ীর জমি স্কুলের নামে রেজিষ্ট্রি

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভূয়া কাগজে এক ব্যক্তির বসতবাড়ীর জমি রেজিষ্ট্রি করার ঘটনা ফাঁস হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম সিদ্দিকুর রহমান। তিনি নবাবপুর ইউনিয়নের বাসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরী সভায় জমি ফেরতের সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।

ভূক্তভোগী বাসাবাড়ী গ্রামের দেলবর আলী মন্ডলের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, ১৯৯৪ সালের স্থানীয় আক্কাস আলী মন্ডলের নিকট ৯ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসবাস করছি। সম্প্রতি বসতবাড়ীর ওই জমি মিউটেশন করতে গিয়ে জানতে পারি ২০০০ সালে বিক্রিত একই জমির মালিকের দুই ছেলে শরিফুল মন্ডল ও কালাম মন্ডলের নামে ভূয়া কাগজ তৈরী করে তাদের নিকট থেকে ১২ শতাংশ জমি রেজিষ্ট্রি করে নিয়ে তা মিউটেশন করেছে।

মর্জিনা খাতুনের ছেলে অন্ধ শুকুর বাউল বলেন, ওই জমিতে আমরা বসবাস করছি। বিষয়টি জানতে পেরে মিউটেশন বাতিলের জন্য আবেদন করা হয়েছে। আসলে এ কাজটি কি ঠিক করেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবী করছি।

স্থানীয়রা জানিয়েছেন, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান স্কুলের নিয়োগ বাণিজ্য, গোপনে নিকটজনকে নিয়োগ সহ নানা অনিয়ম করে আসছে। বিষয়টি নিয়ে এলাকার লোকজন একাধিকবার অভিযোগ দিয়েও কোন সুফল মেলেনি। বিষয়টি প্রশাসনের নিকট তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এ বিষয়ে বাসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান অভিযোগ স্বীকার করে বলেন, ভূলবশত বিক্রিত জমি স্কুলের নামে রেজিষ্ট্রি হয়েছে। বৃহস্পতিবার স্কুলের জরুরী সভায় তাদের জমি ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

(একে/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test