E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রূপগঞ্জকে মাদক ও পেশি শক্তি থেকে মুক্ত করতে ওসির নিকট ডন সেলিমের স্মারকলিপি প্রদান

২০২৪ নভেম্বর ১১ ১৪:২২:২৩
রূপগঞ্জকে মাদক ও পেশি শক্তি থেকে মুক্ত করতে ওসির নিকট ডন সেলিমের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : ১০ নভেম্বর (রবিবার) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জকে মাদক ও পেশি শক্তি থেকে মুক্ত করার জন্য ওয়ান ফ্যামিলির জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ওরফে ডন সেলিম রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেনের কাছে স্বারকলিপি প্রদান করেন।

এসময় ডন সেলিম বলেন কথায় কথায় পুলিশকে অনেক কিছু বলেন আসলে পুলিশকে সকলে মিলে সহযোগিতা করতে হবে তাহলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আর আমার দেখা বিগত ১৫ বৎসর ওসিদের চেয়ে বর্তমান ওসি খুবই ভালো। নতুন ওসি আগামীর রুপগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত পেশিশক্তির বিরুদ্ধে কাজ করবেন বলে বিশ্বাস করি এবং আগামিতে রুপগঞ্জকে বেষ্ট কিছু উপহার দিবেন।

রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন বলেন সেলিম ভাই আমাদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন ওনার স্মারকলিপি আমরা হাতে পেয়েছি ওনার সমস্যা গুলো আইনের মাধ্যমে সমাধান করা হবে।

এময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমএস/এএস/নভেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test