E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ভৈরব নদীবন্দরকে আন্তর্জাতিক মানের নদীবন্দর করা হবে’

২০২৪ নভেম্বর ১১ ১৫:৫৩:১১
‘ভৈরব নদীবন্দরকে আন্তর্জাতিক মানের নদীবন্দর করা হবে’

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : নির্বাচনের বিষয়ে আমাকে কোন দায়িত্ব দেয়া হয়নি তাই কিছুই বলতে পারবো না। বিশ্বব্যাংকের অর্থায়নে ভৈরব নদী বন্দরকে করা হবে আন্তর্জাতিক মানের নদী বন্দর।

আশুগঞ্জে একটি আন্তর্জাতিক কার্গো টার্মিনাল হচ্ছে। ভারতের নিজস্ব তত্ত্বাবধানে টার্মিনালটি তৈরি হলেও এর সুফল ভারত বাংলাদেশ যৌথভাবেই ভোগ করবে।

বিশ্বব্যাংকের অর্থায়নে ভৈরবে অল্প সময়ের মধ্যে এই প্রকল্প কাজ শুরু করা হবে। এই কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে করতে না পারলে প্রকল্পটি হাত ছাড়া হয়ে যাবে।

১১ নভেম্বর সোমবার বেলা ১২ টায় ভৈরব নদীবন্দর লঞ্চঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি আরো বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ৯৭ কোটি টাকা ব্যয়ে তিনটি পল্টুনে তৈরি করে চারটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে। কাজগুলো হবে আন্তর্জাতিক মানের। এই কাজ করতে গিয়ে এখানে সাময়িক সমস্যা হবে। তবে বৃহত্তর স্বার্থে এটা মেনে নিতে হবে। বন্দরের পাশে যাদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং যারা জমির মালিক যদি তাদের প্রয়োজনীয় কাগজপত্রাদি ও খতিয়ান ঠিক থাকে তাদের সবাইকে ক্ষতিপূরণ দেয়া হবে।

ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ৯৭ কোটি টাকা বরাদ্দের এই আন্তর্জাতিক মানের ভৈরব নদীবন্দরের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করা হবে।

জানা যায়, প্রকল্পটির আওতায় ভৈরব নদীবন্দরসহ ১৩টি লঞ্চঘাটের উন্নয়ন করা হবে। উন্নয়নকাজের জন্য সরকারিভাবে জমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আঞ্চলিক নৌ যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নৌপথের কাঠামোগত উন্নয়নের জন্য বাংলাদেশ নৌ পরিবহণ মন্ত্রণালয়ের অধীনে এবং বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বিআরডব্লিউটিপি এস সিক্স-এ প্রকল্পটি গ্রহন করেন বাংলাদেশ সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) জাহিদুল ইসলাম, বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান বাংলাদেশ নৌবাহিনীর কমডোর আরিফ আহামেদ মোস্তফা, বিআরডবিøউটিপি এস সিক্স-এ প্রকল্পের পরিচালক আইয়ুব আলী, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ভৈরব সার্কেল এএসপি নাজমুস সাকিব, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ, বিআইডবিøউটিএ’র প্রধান প্রকৌশলী (পুর), প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ও পরিচালক (বওপ) প্রমুখ।

ভৈরবে নদীবন্দর সফর শেষে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিশ্বব্যাংক প্রকল্প কর্তৃক নির্মাণাধীন আশুগঞ্জ কার্গো টার্মিনাল নির্মাণের সার্বিক কার্যক্রম পরিদর্শন, LOC ও জিওবি’র অর্থায়নে বাস্তবায়নাধীন আশুগঞ্জ কনটেইনার নদীবন্দর স্থাপন প্রকল্প পরিদর্শন করেন।

(এসএস/এএস/নভেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test