E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ে বিএনপি নেতা তমিজ, ইউএনও মামনুন ও ওসি মনিরুলকে সংবর্ধনা

২০২৪ নভেম্বর ১১ ১৮:১৫:০৬
ধামরাইয়ে বিএনপি নেতা তমিজ, ইউএনও মামনুন ও ওসি মনিরুলকে সংবর্ধনা

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই বাজার বণিক সমিতির নব গঠিত কমিটির পক্ষ থেকে বিএনপি নেতা ও শিল্পপতি তমিজ উদ্দিন, সদ্য যোগদানকারী ইউএনও মামনুন আহামেদ অনীক ও ওসি মোঃ মনিরুলকে ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর একটায় ধামরাই বাজার গোপনগরস্থ মুক্তিযোদ্ধা সংসদ মাঠে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় ধামরাই পৌর প্রধান বাজারের প্রায় পাচ শতাধিক বিভিন্ন শ্রেণীর পেশার ব্যবসায়ীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যবসায়ী মোঃ আদম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় স্বাগত বক্তব্য দেন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিটির আহ্বায়ক মীর আকীব আলী।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব তমিজ উদ্দিন্। বিশেষ অতিথি ছিলেন সদ্য যোগদানকারী ইউএনও মামনুন আহামেদ অনীক, ধামরাই থানার সদ্য যোগদানকারী অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সামসুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, পৌর বিএনপির সাধারন সম্পাদক আশিকুজ্জামান স্বপন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দীর্ঘ কয়েক বছর পর গত ২ নভেম্বর ধামরাই বাজার ব্যবসায়ীদের নিয়ে ধামরাই ঐতিহ্যবাহী চার শত বছরের পুরোনো শ্রী যশো মাধবদেরের শশুরালয় মন্দির যাত্রাবাড়ি মাঠে বিশাল আযোজনে মতবিনিমিয় সভা শেষে ব্যবসায়ীরা ৩১ সদস্য বিশিণ্ঠ এক কমিটি গঠন করে। সেই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন ব্যবসায়ী মোঃ আদম আলী ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মীর আকিব আলী।
মাত্র ৯ দিনের মাথায় অন্য পক্ষ বির্তক তুলে ধরলে পুনরায় আহ্বায়ক কমিটি বহাল রাখেন অতিথি বৃন্দরা।

প্রধান অতিথি আলহাজ্ব তমিজ উদ্দিনের প্রস্তাবনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি সদ্য যোগদান কারী ইউএনও তার বক্তব্যে বিষয়টি পরিস্কার করে বলেছেন, ভোটার ব্যবসায়ীদের নিয়ে আগামী দেড় মাসের মধ্যেই ধামরাই পৌর বাজার নির্বাচনের মাধ্যমেই কমিটি গঠিত হবে জানিয়ে দেন। সকলেই তা মেনেও নিয়েছে। অত্যন্ত শান্তি পূর্নভাবে এই সংবর্ধনা সভা শেষ হয়েছে। পূর্বের আহ্বায়ক কমিটির মাধ্যমেই এ কয় দিন পরিচালিত হবে। দীর্ঘ দিন এই ধামরাই পৌর বাজারে কোনো বাজার কমিটি ছিলো না। যে কারনে বাজারের ইজারাদারদের দৌরাত্ম বেপরোয়া ছিলো। কোনো ঘটনা ঘটলে অভিযোগ দেবার মত পরিবেশ ছিলো না।

(ডিসিপি/এসপি/নভেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test