E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রদ্ধাঞ্জলি দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

২০২৪ নভেম্বর ১৪ ০০:১৭:৩৬
শ্রদ্ধাঞ্জলি দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

একে আজাদ, রাজবাড়ী : বিষাদ সিন্ধু'র রচয়িতা সাহিত্য সম্রাট মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে তাঁর সমাধিস্থলে উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়ে।

সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীস্থ মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় কালজয়ী কথাশিল্পী মীর মশাররফ হোসেনের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলা একাডেমির সচিব (যুগ্মসচিব) মো: নায়েব আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: হাসিবুল হাসান। প্রবন্ধ পাঠ করেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। আলোচক ছিলেন,ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল ফজল,মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী সভাপতি সালাম তাসিম,মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: শাহজালাল, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ বালিয়াকান্দি সভাপতি মুন্সী আলীর আলী প্রমূখ।

এসময় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী উপস্থিত ছিল।

(একে/এএস/নভেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test