E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

২০২৪ নভেম্বর ১৪ ১৮:০৪:৪৯
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউতলি ডায়াবেটিক সমিতি কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সমিতির হলরুমে 'ডায়াবেটিস সুস্থতাই হোক আমাদের অঙ্গীকার' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সভাপতি প্রবীণ আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মিন্টু ভৌমিক।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন, সিভিল সার্জন মো. নোমান মিয়া, জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম, সমিতির সহ সভাপতি এডভোকেট হাবিব উল্লাহ ও সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন।

সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, সিনিয়র সাংবাদিক মো. আরজু।

বক্তারা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে ডায়াবেটিস থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত হাঁটা, ব্যয়াম করা ও খাদ্যাভ্যসে পরিমিতি আনার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

(জিডি/এসপি/নভেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test