E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নার্স-আয়ার গাফেলতিতে নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

২০২৪ নভেম্বর ১৪ ১৮:৪০:৫৭
নার্স-আয়ার গাফেলতিতে নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে নকিব উদ্দিন বেসরকারি হাসপাতালে স্বাভাবিকভাবে সন্তান প্রসবের সময় টানাটানিতে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে জামালপুর শহরের নকিব উদ্দিন হাসপাতালে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই নিহত নবজাতকের বাবা মারুফ হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগে হাসপাতালের পরিচালক ও চিকিৎসক শামসুজ্জামান সোহেলকে প্রধান আসামি করা হয়।

নবজাতকের স্বজন ও অভিযোগ সূত্রে জানা গেছে,'বুধবার সকাল ১১টার দিকে জামালপুর পৌরসভার তেঁতুলিয়া এলাকার মারুফ হোসেনের স্ত্রী রূম্পা মনি মিম (২৪) প্রসব বেদনা নিয়ে নকিব উদ্দিন হাসপাতালে চিকিৎসক শামসুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়। পরে অপারেশন থিয়েটারে নেয়া হয় প্রসূতি নারীকে। কিন্তু অপারেশন থিয়েটারে নেওয়ার পর হাসপাতালে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। সেই সুযোগে হাসপাতালের নার্স ও আয়ারা প্রসূতির স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। প্রায় ৪ ঘণ্টা নার্স ও আয়া স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। এসময় নার্সেরা মিলে নবজাতককে টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটি মাথায় আঘাত পায়। ফলে সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়।

নবজাতকের স্বজন জান্নাতুল ফেরদৌসী বলেন,'ডেলিভারির সময় হাসপাতালে চিকিৎসক না থাকার বিষয়টি নার্স ও আয়ারা আমাদের জানায়নি। ৪ ঘণ্টা হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে রাখে আমাদের কাউকে ভেতরে যেতে দেই নাই।'

হাসপাতালের পরিচালক ও এনেসথেসিয়া চিকিৎসক শামসুজ্জামান বলেন,'ব্যথা নিয়ে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসক হিসেবে আমি ছিলাম। আমরা বারবার বলেছি সিজার করলে ভালো হয়। তাঁরা বলছেন, নরমাল ডেলিভারি করতে। পরে মৃত বাচ্চা প্রসব হয়েছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক বলেন,'থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত শিশুর ময়নাতদন্ত হবে।

(আরআর/এসপি/নভেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test