E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চেকপোস্টে যাত্রীদের হয়রানি বন্ধে পদক্ষেপ

বেনাপোলে ৩২৯ কোটি টাকার নতুন কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন

২০২৪ নভেম্বর ১৪ ১৯:৩৪:১৪
বেনাপোলে ৩২৯ কোটি টাকার নতুন কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বেনাপোল চেকপোস্টে যাত্রীদের হয়রানি বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন অন্তরবর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার বেনাপোল বন্দরের নতুন কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধনকালে তিনি সংশ্লিস্ট দপ্তরে যাত্রীদের ভোগান্তি দূর করতে নির্দেশনা দেন।

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ভারতীয় পণ্যবোঝাই ট্রাকগুলো এই কার্গো টার্মিনালে রাখা হবে এবং রপ্তানিমুখী বাংলাদেশি পণ্যবোঝাই ট্রাকগুলোও এখানে অবস্থান করবে। ট্রাকগুলোর প্রবেশ এবং বাহির হওয়ার সময় স্কেলে সঠিক ওজন মাপা হবে, যাতে কোনো ফাঁকি দেওয়া না যায়।

বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের দীর্ঘসময় অপেক্ষা এবং হয়রানি বিষয়ে তিনি বলেন, আমরা একটি মাস্টার প্লান তৈরি করছি। যাত্রীদের আর কাকের মতো বাইরে বসে থাকতে হবে না। এক কিলোমিটার জায়গা নিয়ে একটি আধুনিক যাত্রী টার্মিনাল নির্মাণ করা হবে, যেখানে বসা খাওয়ার জায়গা এবং অন্যান্য সকল সুবিধা থাকবে।

এসময় তিনি চেকপোস্টে যাত্রীদের নানা ধরনের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি আরও বলেন, বেনাপোলের এই নতুন টার্মিনাল চালু হলে, দুই দেশের মধ্যে বাণিজ্য আরও দ্রুততর হবে এবং রাজস্ব আয় বাড়বে।

বেনাপোল বন্দরের নতুন কার্গো ভেহিকেল টার্মিনালটি ৩২৯ কোটি টাকার ব্যয়ে নির্মিত হয়েছে। এই টার্মিনালে একসঙ্গে ১২০০ থেকে ১৫০০ পণ্যবাহী ট্রাক রাখা যাবে। ফলে দীর্ঘদিন ধরে চলা ভোগান্তি কমবে এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য আরও কার্যকরী হবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এই উদ্বোধনী অনুষ্ঠানে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বেনাপোল বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন তরফদারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পদক্ষেপের ফলে বেনাপোল সীমান্তে ব্যবসা-বাণিজ্য আরও সহজ হবে এবং যাত্রীদের দুর্ভোগের অনেকটা কমবে বলে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসন আশা করছেন।

(এসএ/এসপি/নভেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test