E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাই মর্নিং ভিউ স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ 

২০২৪ নভেম্বর ১৪ ১৯:৩৬:২৬
ধামরাই মর্নিং ভিউ স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ 

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই পৌর এলাকার গোডাউন মোড়ে মর্নিং ভিউ স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্লাস পার্টি উপলক্ষ্যে কলেজ সংলগ্ন মাঠে দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। আজ বৃহস্পতিবার সকাল এগারটা থেকে আলোচনা সভা, খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি পালন করে।

দুপুর বারটায় মর্নিং ভিউ স্কুল এন্ড কলেজের”প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বাৎসরিক উৎসবে প্রধান অতিথি ছিলেন ধামরাই সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগে প্রফেসর ও সাবেক অধ্যাক্ষ মোঃ আমিনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন উর রশিদ, স্থানীয় বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ ওয়ারেস আলী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

উপস্থিত অভিভাবকরা বলেন, এরকম অনুষ্ঠান হলে ছাত্র ছাত্রী ও অভিভবকরাও আনন্দ উৎসবে অংশ নিতে পারে। দিনটি ভালো কেটেছে। স্কুল কর্তৃপক্ষদের অভিনন্দন জানান। অনুষ্ঠানের এক ফাকে দুপুরে ভালো খাবারের আয়োজন ছিল।

প্রধান অতিথি সাবেক অধ্যাক্ষ মোঃ আমিনুর রশিদ শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, লেখা পড়ায় মনোযোগি হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবার ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এর পেছনে অভিভাবকদেরও সন্তানের প্রতি বিশেষ নজর রাথতে হবে, সন্তানরা কখন, কোথায় কি করে, সঠিকভাবে পড়াশোনায় মনোযোগী রয়েছে কিনা। পাশাপাশি শিক্ষা প্রষ্ঠিানের পক্ষ থেকেও অভিভাবকদের সাথে মতবিনিময়ে আহ্বান জানান।

নানা কর্মসূচি পালন শেষে বিকেলে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন বিষয়ে অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক অধ্যাক্ষ মোঃ আমিনুর রশিদ।

(ডিসিপি/এসপি/নভেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test