E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে দ্রুত বিচার আইনে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা রিহাদ কারাগারে

২০২৪ নভেম্বর ১৪ ২৩:৪৪:৪৫
ফরিদপুরে দ্রুত বিচার আইনে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা রিহাদ কারাগারে

ফরিদপুর রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে দ্রুত বিচার আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগনেতা রাজিব হোসেন রিহাদকে (৩৫) গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পার্শ্ববর্তী রাজবাড়ী জেলা সদর থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে রিহাদকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজিব হোসেন রিহাদ ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা এলাকার কাদের শেখের ছেলে। রিহাদ ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী ছিলেন। রাজিব হোসেন রিহাদ ফরিদপুরের রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারীর কর্মকর্তা ও ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল।

ফাহিম বলেন, বিএনপি'র অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলার আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু গত ২৫ সেপ্টেম্বর ৩০ জনের নাম উল্লেখ করে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার এজাহার ভুক্ত ১৬ নং আসামী রিহাদ।

গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ি সদর থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৬ টায় তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়। পরে দুপুরে রিহাদকে আদালতে সোপর্দ করলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

(আরআর/এএস/নভেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test