E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

২০১৪ নভেম্বর ৩০ ১৬:১৬:১৮
সিংড়ায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ৫৯টি নতুন পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়েছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১এর বাস্তবায়নে রবিবার প্রত্যন্ত অঞ্চল উপজেলার ৪ নম্বর কলম ইউনিয়নের কালিনগর গ্রামে এই বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ০.৫৭০ কিলোমিটারে ৫৯টি পরিবার নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় আসে।


উদ্বোধন শেষে স্থানীয় ইউপির চেয়ারম্যান মইনুল হক চুনুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় তিনি বলেন প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার। বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ায় তরুণ ও কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার মান বেগবান হচ্ছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, নাটোর পবিস ১ এর জিএম মেজর (অব) ইকবাল হায়দার, ২নম্বর সিংড়া এরিয়ার পরিচালক কর্পোরাল (অব) আব্দুল ওয়াদুদ স্বপন, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, কলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাঐল হাজিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মেম্বর ও স্থানীয় কলম ইউপির চেয়ারম্যান মঈনুল হক চুনুর নেতৃত্বে বিএনপি ও বিভিন্ন দলের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। এসময় প্রতিমন্ত্রী পলক তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

(এমএমআর/এএস/নভেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test