E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় চাউল কল মালিকদের মানববন্ধন

২০১৪ নভেম্বর ৩০ ১৭:৪০:১৯
নওগাঁয় চাউল কল মালিকদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : ব্যাংক ঋণ একক সংখ্যায় নির্ধারন, বাস্তবসম্মত আয়কর নীতিমালা প্রণয়ন, চটের বস্তা ব্যবহারের পরিবর্তে প্লাষ্টিক বস্তা ব্যবহার এবং ভরা মৌসুমে শুল্কমুক্ত চাউল আমদানী থেকে বিরত থাকার দাবিতে রবিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁয় মিছিল, মানববন্ধন, মতবিনিময়সভা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের নেতৃবৃন্দ।

বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল কেন্দ্রিয় কমিটি ও নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের উদ্যোগে শহরের তাজের মোড় থেকে বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার প্লাকার্ড নিয়ে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তাজের মোড়ে নওগাঁ-বগুড়া মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করে চাউল কল মালিক ও ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল কেন্দ্রিয় কমিটি সভাপতি মো. আব্দুর রশিদ ও নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো. তৌফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে ১০ সদস্যর একটি টিম নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। পরে কর্মসূচীর অংশ হিসেবে শহরের পার-নওগাঁস্থ যমুনা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব তৌফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রিয় কমিটি সভাপতি মো. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দ্বীন। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারন সম্পাদক মো. ফরহাদ হোসেন চকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব নূরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব বেলাল হোসেন, আব্দুল হাকিম মন্ডল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সরোয়ার আলম কাজল, আব্দুল আজিজ, নওগাঁ জেলা ধান্য চাউল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, আমিনূল বারী, নাজির প্রধান, শহীদ আলম প্রমুখ। সভায় নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার নেতৃত্ববৃন্দ, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ীসহ দেড় হাজারেরও বেশি মিলার উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/নভেম্বর ৩০,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test